IQNA

শারজার বইমেলায় কুরআনের স্বর্ণের পাণ্ডুলিপি  উপস্থাপন + ভিডিও

11:57 - November 11, 2022
সংবাদ: 3472798
তেহরান (ইকনা): সোনার কাগজে লেখা পবিত্র কোরআনের একটি চমৎকার পাণ্ডুলিপি শারজায়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় উপস্থাপন করা হয়েছে। অনন্য এই পাণ্ডুলিপিটি সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

শারজাহ আন্তর্জাতিক বইমেলায় পবিত্র কুরআনের একটি সূক্ষ্ম এবং দুর্লভ পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে যা দর্শকদের মুগ্ধ করেছে।
এই অনন্য পাণ্ডুলিপি পবিত্র কুরআনের প্রাচীনতম বিদ্যমান পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি, যা খ্রিস্টীয় 13 শতকের অন্তর্গত। এই মূল্যবান পাণ্ডুলিপিটি অস্ট্রিয়ার "আদিভা" বুথে প্রদর্শিত হয়েছে, যেখানে ইসলামিক ক্যালিগ্রাফির অনেক মাস্টারপিস এবং প্রাচীন ঐতিহাসিক মানচিত্রও প্রদর্শিত হয়েছে।
অস্ট্রিয়ার গ্রাজ শহরের কম্পানি আদেভা একাডেমিক প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস (এডিইভিএ) পাঁচ লাখ দিরহাম মূল্যের (প্রায় এক কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকা) কোরআনের কপিটি প্রদর্শনীতে রাখে। খালিজ টাইমস এ তথ্য জানায়।
বইমেলায় আদেভা কম্পানির প্রতিনিধি ফ্লোরিয়ান জানিয়েছেন, ইরাকের ইবনে আল-বাওয়াব ১১ শতকে পবিত্র কোরআনের এ কপি তৈরি করেন। প্রায় ১০ বছর আগে কম্পানিটি কোরআনের ১০ কপি সংগ্রহ করে। 
 
সারা বিশ্বে পবিত্র কোরআনের এই ধরনের ৩০ কপি আছে। স্বর্ণের তৈরি কোরআনের প্রথম ও মূল কপিটি জার্মানির মিউনিখের ব্যাভারিয়ান স্টেট লাইব্রেরিতে পাওয়া যাবে। 
 
আদেভা একাডেমিক প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস (এডিইভিএ) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। গত ৭০ বছর ধরে কম্পানিটি প্রাচীন, মধ্যযুগীয়, প্রাক-আধুনিক ও আধুনিক যুগের পাণ্ডুলিপি ও শিল্পকলা নিয়ে কাজ করে আসছে।
 
শারজাহ আন্তর্জাতিক বইমেলা (এসআইবিএফ)-এর প্রদর্শনীতে আরো রয়েছে ১৭০২ সালের ইংল্যান্ডের রানি অ্যানের কচ্ছপের সূক্ষ্ম খোল এবং সোনার বইয়ের বাক্স। ৯৫ হাজার পাঁচ শ পাউন্ড মূল্যের নজরকাড়া চমৎকার এ বাক্সটি দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। 

عرضه نسخه کتابت شده قرآن کریم بر روی اوراق طلا در نمایشگاه کتاب شارجه + فیلم

এ ছাড়াও রয়েছে নীল-দাগযুক্ত কাগজে স্বর্ণ দিয়ে লেখা ‘আর্লি হিমালয়ান ম্যানুস্ক্রিপ্ট : অ্যা কমপ্লিট সুতরা’ এবং ত্রয়োদশ শতাব্দীর সোনার কালি ব্যবহার করে আট হাজার লাইনে তিব্বতি লিপিতে লেখা ‘দ্য পারফেকশন অব উইজডম তিব্বত’। এর মূল্য এক লাখ ২৫ হাজার পাউন্ড। 4097899
captcha